অসহায় বাবুল মিয়াকে রিক্সা উপহার দিল ব্লাড ডোনার্স ক্লাব

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ০৭:১৩ অপরাহ্ন
অসহায় বাবুল মিয়াকে রিক্সা উপহার দিল ব্লাড ডোনার্স ক্লাব

রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে শনিবার (১১ জানুয়ারি) অসহায় বাবুল মিয়াকে একটি নতুন রিক্সা উপহার দেওয়া হয়েছে। রাজবাড়ী পৌর শহরের আদর্শ মহিলা কলেজের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রিক্সাটি তার হাতে তুলে দেওয়া হয়। বাবুল মিয়া রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের বাসিন্দা।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আরও উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি এবং সংগঠনের সদস্য পাভেল রহমান, রিয়াজ আক্তার, ইয়াসিন রাজ, শেখ ইসলাম, মিসকাত আহমেদ, আরিয়ান ইখতিয়ার, লাবনী আক্তার প্রমুখ।


বাবুল মিয়া জানান, এটি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি বলেন, “রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব আমাকে যে সহযোগিতা করেছে তা আমি কখনও ভুলব না। যদি সমাজের বিত্তবানরা এমনভাবে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে অনেক সমস্যার সমাধান হবে। অভাব অনটন কমে আসবে।”


ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি জানান, তাদের সংগঠনটি আর্ত মানবতার সেবায় নিবেদিত। রক্তদান ছাড়াও তারা নানা উপায়ে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তিনি বলেন, “বাবুল মিয়ার নিজের রিক্সা ছিল না। ভাড়ায় রিক্সা চালিয়ে যা আয় করতেন, তা দিয়ে তার সংসার চালানো কঠিন হয়ে পড়তো। তাই আমরা তাকে একটি নতুন রিক্সা কিনে দিয়েছি। এখন থেকে তার আয় পুরোপুরি তার নিজের হবে।”


সোনিয়া আরও বলেন, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ান।


রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতেও তারা অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।