প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে ছাত্রদলের র‌্যালি: সংঘর্ষের ঘটনায় তদন্তের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ১লা জানুয়ারী ২০২৫ ০৬:৩০ অপরাহ্ন
প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে ছাত্রদলের র‌্যালি: সংঘর্ষের ঘটনায় তদন্তের আশ্বাস

জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের র‌্যালিতে সংঘর্ষে জড়িয়েছে বরিশাল মহানগর ছাত্রদলের দুটি গ্রুপ। র‌্যালি শুরু হওয়ার পর সদর রোডে কয়েক দফা সংঘাতের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলেও বরিশাল মহানগর বিএনপির শীর্ষ নেতাদের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।


বুধবার (০১ জানুয়ারি) বরিশাল শহরের সদর রোডে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি বিএনপির অশ্বিনী কুমার হলসংলগ্ন কার্যালয় থেকে কাকলির মোড় পর্যন্ত যাওয়ার কথা ছিল। র‌্যালিতে প্রায় ৫ হাজার লোক অংশ নেয় বলে জানিয়েছে মহানগর ছাত্রদল।


প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যালির শুরুর পরই পেছনের অংশে কিছু নেতাকর্মীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘাতে রূপ নেয়, যা চারদিকে উত্তেজনা ছড়িয়ে দেয়। মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম জানিয়েছেন, তারা ব্যানার নিয়ে র‌্যালির অগ্রভাগে থাকায় পেছনের সংঘাত সম্পর্কে তাৎক্ষণিক জানতে পারেননি। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।


মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি এই ঘটনাকে "বিচ্ছিন্ন" উল্লেখ করে জানান, র‌্যালির বাইরে তুচ্ছ বিষয় নিয়ে এই সংঘাতের সূত্রপাত হয়। তার দাবি, যারা সংঘাতে জড়িয়েছে তাদের অধিকাংশই পদধারী কোনো নেতা নন।


সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, এবং সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার উপস্থিত ছিলেন। জেলা ছাত্রদলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন।