খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এর নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
রামগড় পৌর বাজারের মধুবন শো-রুমের সামনে পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুই মহিলা মাদক ব্যবসায়ী হচ্ছেন, ১০টি মাদক মামলার আসামী মুন্নি আক্তার (৪২) এবং ৩টি মাদক মামলার আসামী প্রিয়া রানী মালাকার (৫০)।
মুন্নি আক্তার চট্টগ্রামের আকবর শাহ থানার বিশ্ব কলোনী এলাকার বাসিন্দা এবং প্রিয়া রানী মালাকারও চট্টগ্রামের আকবর শাহ থানার কৈবল্যধাম এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা, যারা মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের দৃঢ় পদক্ষেপ প্রত্যাশা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।