ঝালকাঠিতে টাস্কফোর্সের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ ১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: বুধবার ২৭শে নভেম্বর ২০২৪ ০৬:১৩ অপরাহ্ন
ঝালকাঠিতে টাস্কফোর্সের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ ১ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি জেলার বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ ১ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অভিযানটি নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম। তিনি জানান, প্রথম প্রতিষ্ঠানে ১৬৭ টাকার সরকার নির্ধারিত তেল ২০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এ ছাড়া, বিপুল পরিমাণ তেল মজুদ করার মাধ্যমে মূল্য কারসাজি করা হচ্ছিল এবং ভুয়া ভাউচার প্রদর্শনের পাশাপাশি বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য মজুদ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, শিশু খাদ্যগুলো জব্দ করা হয়েছে এবং মুচলেকা নিয়ে প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। 


আরেকটি প্রতিষ্ঠানে বারবার সতর্ক করা সত্ত্বেও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এ কারণে তাদের বিরুদ্ধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। 


বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব সাফিয়া সুলতানা, কৃষি বিপণন কর্মকর্তা টি.এম. মাহবুবুল হাসানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 


এ অভিযানের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা তৈরি করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করাই ছিল প্রধান উদ্দেশ্য, জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম। 


— মো. নাঈম হাসান ঈমন  

**ঝালকাঠি প্রতিনিধি**