ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করা ৩৬ বাংলাদেশীকে আটক করেছে ৫৮ বিজিবি। আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ১৫ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছেন। এর মধ্যে একজন দালালও রয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকা, যেমন মাটিলা, বাঘাডাংগা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর ও শ্রীনাথপুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৩৬ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়।
বিজিবির এক কর্মকর্তা জানান, মানব পাচারের বিষয়ে তথ্য পাওয়ার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছিল। এ অভিযানে একটি দালাল চক্রের সদস্যকেও আটক করা হয়েছে। আটককৃতরা দেশের বিভিন্ন জেলা থেকে এসেছিল বলে বিজিবি জানিয়েছে।
শুধু নভেম্বর মাসেই মহেশপুর সীমান্ত থেকে ১১৪ জন বাংলাদেশীকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় আটক করা হয়েছে। বিজিবি সুত্রে আরও জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মানব পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও সীমান্তবর্তী জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।