উপদেষ্টা নিয়োগ পছন্দ হয়নি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভোর ডাক

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ১১ই নভেম্বর ২০২৪ ০৩:৩৯ অপরাহ্ন
উপদেষ্টা নিয়োগ পছন্দ হয়নি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভোর ডাক

ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।  


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, সরকারের সদ্য নিয়োগকৃত তিন উপদেষ্টার শপথ গ্রহণের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। ছাত্র আন্দোলন সংগঠনটি বলছে, তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক মূল্যবোধের অবমাননা এবং ফ্যাসিবাদী মনোভাবের সাথে সম্পর্কিত অভিযোগ রয়েছে, যা শহীদের রক্তের প্রতি অবমাননা হিসেবেও দেখা হচ্ছে।  


তাদের প্রতিবাদে আজ বিকেল ৪টায় রাজধানীর বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ৩টায় এই কর্মসূচি হওয়ার কথা ছিল, তবে পরবর্তীতে তা একত্রিত করে বিকেল ৪টায় নির্ধারণ করা হয়। ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, "বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননা করা হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একত্রিত হচ্ছি।"


গত রবিবার (১০ নভেম্বর) নতুন তিনজন উপদেষ্টা শপথ নিয়েছেন—তারা হলেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। শপথ গ্রহণের পর থেকেই তাদের নিয়োগের বিষয়ে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়েছে।  


এর আগে, ৭ নভেম্বর, আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি গণজমায়েত কর্মসূচি পালন করে, যেখানে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবির সভাপতি সাদিক কাইয়ুমসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  


এই প্রতিবাদ কর্মসূচি গড়ে তুলেছে ছাত্র সমাজ, যারা সরকারের সিদ্ধান্তে অংশগ্রহণ না করেই এই নিয়োগের পদ্ধতির বিরুদ্ধে। তারা দাবি করছেন, সরকারের উপদেষ্টা নিয়োগে ছাত্র-জনতার মতামত নেয়া হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের অংশীদারিত্ব নিশ্চিত করা হোক।