কর্মসূচি দিয়ে আওয়ামীলীগ পলাতক, অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
সৌরভ নূর , বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ১০ই নভেম্বর ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ন
কর্মসূচি দিয়ে আওয়ামীলীগ পলাতক,  অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা

আজ (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং নানা স্লোগানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। 


সরেজমিনে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা একযোগে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে "গণতন্ত্র মুক্তি পাক" ও "স্বৈরাচার নিপাত যাক" স্লোগান দিচ্ছেন। আধা ঘণ্টা পরপর তারা বিক্ষোভ মিছিল বের করে নূর চত্বর হয়ে আবারও ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ফিরে আসছেন। একাধিক বিএনপি নেতা জানান, আরও নেতাকর্মী গুলিস্তানে জড়ো হচ্ছেন এবং তাদের সঙ্গেও আরও বিক্ষোভকারীরা যোগ দেবেন।


এদিকে, রাজধানীর গুলিস্তানের নূর হোসেন চত্বরে শহীদ নূর হোসেন স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শহীদ নূর হোসেনের পরিবার ও সমর্থকরা। সেখানে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 


নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ গুলিস্তানে বিকেলে মিছিল করার ঘোষণা দিলেও, একই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একই স্থানে "অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার" দাবিতে গণজমায়েতের আয়োজন করেছে। 


রাজধানীজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত রয়েছে।