প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩
পাকিস্তানের নির্বাচন যেন এক ‘রোমাঞ্চকর নাটক’। খানিক পরপরই পালটে যাচ্ছে চরিত্র। পলকেই ‘খলনায়ক’ হয়ে যাচ্ছেন কিছুক্ষণ আগের ‘নায়ক’। গল্পের কাহিনিতে রীতিমতো ‘ভূতের নাচ’।
৮ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে রয়েছে একাধিক অনিয়মের অভিযোগ। ভোট গণনায় দেরি, ফলাফলে বিলম্ব-এরপর শুরু হয় শরিকদের সরকার গঠনের ‘প্রণয়’। এতসব আয়োজনের আড়ালেও থেমে ছিল না বিরোধীদের ভোট জালিয়াতির বিক্ষোভ।
তবে শুক্রবার, নির্বাচনের ঠিক আটদিনের মাথায় জল যেন ঘোলা হয়ে উঠেছে। সেনা ছকের পাতানো নির্বাচনের ভোট জালিয়াতির বিরেুদ্ধে ফুঁসে উঠেছে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
বিক্ষোভের এ মিছিল আরও লম্বা করেছে পিটিআই-এর সমমনা বিরোধীরা। নির্বাচন বাতিলে মামলাও হয়েছে সুপ্রিমকোর্টে। অবস্থা এমন-ঘর বাঁধার আগেই ভাঙনের সুর শুনছে সেনা দোসর নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। বিরোধীরা সমস্বরে বলছেন, দুবছরও টিকবে না শাহবাজ শরিফের সরকার। কেউ বলছেন, ৮ থেকে ১০ মাস। সবমিলিয়ে কারচুপির এ নির্বাচন ঘিরে ফুঁসে উঠছে পাকিস্তান। জিও টিভি, ডন।