প্রকাশ: ১ এপ্রিল ২০২৩, ১:১৪
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে থাকা সম্পর্কের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে স্টর্মি ড্যানিয়েলস হয়ে উঠেছেন এক পরিচিত নাম। সাবেক এই পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।
ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে তাকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী।
ড্যানিয়েলস আরও জানায়, রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ট্রাম্পের সাথে প্রথম সাক্ষাৎ করেছিলেন ২০০৬ সালে। ক্যালিফোর্নিয়া এবং নেভাডার সীমান্তে থাকা লেক টাহোতে অনুষ্ঠিত এক চ্যারিটি গলফ ম্যাচে তাদের দেখা হয়। পরিচালক জুড আপাটোর ২০০৫ সালের চলচ্চিত্র 'দ্য ফোর্টি ইয়ার ওল্ড ভার্জিন' চলচ্চিত্রেও কিছু সময়ের জন্য অভিনয় করেছিলেন এই পর্নতারকা।
দুজনের সাক্ষাতের সময় ট্রাম্পের বয়স ছিল ৬০, অন্যদিকে স্টর্মি ড্যানিয়েলসের বয়স ছিল ২৭। ড্যানিয়েলসের দাবি অনুযায়ী, ট্রাম্প তার হোটেলের স্যুইটে তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানান। ডিনারের সময় ট্রাম্প পায়জামা পরে ছিলেন বলেও জানান তিনি।
ড্যানিয়েলসের দাবি অনুযায়ী, "এটি সম্ভবত আমার জীবনের সবচেয়ে বাজে যৌনমিলনের অভিজ্ঞতা।" এদিকে ট্রাম্প সরাসরি ড্যানিয়েলসের সাথে কোনো ধরনের যৌন সম্পর্ক না থাকার দাবি করেছেন এবং তার দাবিকে প্রতারণা হিসেবে উল্লেখ করেছেন।
নীলছবির অভিনেত্রী হিসেবে পরিচিত স্টর্মি ড্যানিয়েলসের আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় জন্মগ্রহণ করেন তিনি। রাজ্যের ব্যাটন রুজে একটি গরিব এলাকায় বড় হন তিনি। ছোটবেলায় ঘোড়ায় চড়তে ও লেখালেখি করতে পছন্দ করতেন স্টেফানি। চাইতেন বড় হয়ে সাংবাদিক হবেন।
কিন্তু সেই স্বপ্ন থেকে বহু দূরে সরে গিয়ে ২০০৪ সালে পর্ন ইন্ডাস্ট্রিতে জড়িয়ে পড়েন স্টেফানি। সেখানে পরিচিতি পান স্টর্মি ড্যানিয়েলস নামে।
তবে আত্মজীবনীতে স্টর্মি জানিয়েছেন, এই ইন্ডাস্ট্রিতে কাজ করার আগে মাত্র ১৭ বছর বয়সেই প্রথম স্ট্রিপিংয়ের (নগ্ন হওয়া) অভিজ্ঞতা হয়েছিল তার। পরে তিনি অন্যান্য কাজ শুরু করেন। পর্ন ছবির পাশাপাশি বেশ কয়েকটি মূলধারার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। জিতেছেন অসংখ্য পুরস্কার।
২০১০ সালে তিনি লুইজিয়ানার রিপাবলিকান সিনেট মনোনয়নের জন্য প্রতিযোগিতা করে রাজনীতিতেও নাম লেখিয়েছিলেন। ২০১১ সালে নিজের আত্মজীবনী ‘ফুল ডিসক্লোজার’ লেখেন তিনি। এটি নিয়েই মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন ‘ইন টাচ’-এ সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি প্রথমবার ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কথা প্রকাশ করেন।
জানা গেছে, ড্যানিয়েলসের আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি তিনি প্রথম প্রকাশ করেন ২০১১ সালে। সেই সময় নিজের আত্মজীবনী ‘ফুল ডিসক্লোজার’ নিয়ে সাপ্তাহিক ম্যাগাজিন ‘ইন টাচ’-এর সঙ্গে আলাপে বিষয়টি নিয়ে তিনি কথা বলেন।