যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রির ইসলাম ধর্ম গ্রহণ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৩:৩০

শেয়ার করুনঃ
যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রির  ইসলাম ধর্ম গ্রহণ

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি। ইসলাম গ্রহণের পর হেইগি নিজের নামকরণ করেছেন আব্দুল লতিফ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ফাদার হেইগির ইসলাম ধর্মগ্রহণের বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম মিডিয়ামের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইসলাম বিষয়ে ফাদার হিলারিয়ান হেইগির আগ্রহ অনেক পুরনো। আজ থেকে প্রায় ২০ বছর আগে হেইগি একইসঙ্গে মুসলমান এবং খ্রিস্টান হিসেবে পাদ্রির দায়িত্ব পালন করার ব্যাপারে আগ্রহ পোষণ করেছিলেন। তবে তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। সম্প্রতি তিনি এক ব্লগ পোস্টে তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।  

ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টিকে তিনি আবারও ইসলামে ফিরে আসার অনুভূতির সঙ্গে তুলনা করে বলেন, ‘আমার ইসলাম গ্রহণ মূলত আবারও ইসলামে ফিরে আসার মতো। অনেকটা যেন, আমি আবার নিজ বাড়িতে ফিরে এলাম।’  

২০০৩ সালে ফাদার হিলারিয়ান হেইগি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চের আনুগত্য গ্রহণ করেন। পরে ২০১৭ সালে পূর্ব ক্যাথলিক চার্চে যোগদান করেন। তার আগে উইসকনসিনের সেন্ট নাজানিয়ানের হোলি রিজারেকশন মানাস্টেরি থেকে বাইজেন্টাইন ক্যাথলিক যাজক-সন্ন্যাসী হওয়ার বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।  

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

পবিত্র কোরানের আয়াত অবলম্বনে হেইগি তার ব্লগ পোস্টে লিখেছেন, ‘যেহেতু আমরা জন্মের আগে একমাত্র আল্লাহরই উপাসনা করতাম এবং তাঁর কাছে আত্মসমর্পণ করতাম তাই এটি সত্যিই আমার কাছে বাড়ি ফেরার মতো।’

মুসলিম সম্প্রদায় তাকে উষ্ণ স্বাগত জানিয়েছে উল্লেখে করে হেইগি ওরফে আব্দুল লতিফ বলেন, ‘মুসলিম সম্প্রদায় আমাকে ব্যক্তিগত এবং অনলাইন উভয় ক্ষেত্রেই অবিশ্বাস্য উষ্ণতা এবং আতিথেয়তা দেখিয়েছে। এমন আতিথেয়তা আমি আগে কখনোই দেখিনি।’

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারত-রাশিয়াকে চীনের কাছে হারিয়েছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ভারত-রাশিয়াকে চীনের কাছে হারিয়েছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছে। একই সঙ্গে তিনি ব্যঙ্গাত্মকভাবে তিনটি দেশের ‘সমৃদ্ধ ভবিষ্যৎ’ কামনা করেছেন। ট্রাম্পের এই মন্তব্য চীনের নতুন বিশ্বব্যবস্থায় অগ্রগতি এবং বেইজিং, নয়াদিল্লি ও মস্কোর মধ্যে সম্পর্কের দৃঢ়তার প্রতি প্রকাশ্য স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। সপ্তাহের শুরুতে চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা অব্যাহত,শত শত লাশ নদীতে

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা অব্যাহত,শত শত লাশ নদীতে

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর আবারও নির্যাতন শুরু হয়েছে ২০২৩ সালের নভেম্বর থেকে। এবার মিয়ানমার সেনাবাহিনীর পাশাপাশি আরাকান আর্মি নির্যাতনে জড়িত হয়েছে। এ পরিস্থিতি থেকে বাঁচতে ২০২৪ সালের ৫ আগস্ট হাজারো রোহিঙ্গা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেও ড্রোন ও আর্টিলারি হামলায় শতাধিক নিহত হয়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইন রাজ্যে সংঘাত বাড়তে থাকায় রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর নিরাপত্তা গুরুতরভাবে

কোয়েটায় সমাবেশে বিস্ফোরণে ১৩ নিহত

কোয়েটায় সমাবেশে বিস্ফোরণে ১৩ নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় মঙ্গলবার সন্ধ্যায় একটি সমাবেশে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। বিস্ফোরণটি বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গল বিএনপি-এম এর সমাবেশে ঘটে, যা দলের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছিল। আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে দাবি করেছেন বিএনপি-এম এর ভারপ্রাপ্ত সভাপতি। বিস্ফোরণের সময় সমাবেশ শেষের পর্যায়ে উপস্থিত লোকজন হতবাক হয়ে পড়ে।

গাজায় বিমান হামলা, এক দিনে ১০৫ ফিলিস্তিনি নিহত

গাজায় বিমান হামলা, এক দিনে ১০৫ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন বলেন যে তাদের ‘সিদ্ধান্তমূলক পর্যায়ে’ পৌঁছেছে, তখন গাজায় হামলা আরও তীব্র হয়ে ওঠে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একদিনে অন্তত ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাধারণ নাগরিক, শিশু ও ত্রাণের সন্ধানে বের হওয়া ব্যক্তিরা রয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটি ইসরাইলের দখলের লক্ষ্যবস্তু। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের নিকটবর্তী আল-মাওয়াসি এলাকায়

মালয়েশিয়ায় রাতের অভিযান, ৭৭০ অনিবন্ধিত অভিবাসী আটক

মালয়েশিয়ায় রাতের অভিযান, ৭৭০ অনিবন্ধিত অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রাতের আঁধারে অভিবাসন-বিরোধী একটি বড়সড় অভিযান চালানো হয়েছে। দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তারা “অপস বেলাঞ্জা” নামে পরিচিত এ অভিযানে মোট ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেন। অভিযানটি মূলত বুকিত বিনতাং এলাকায় কেন্দ্রীভূত ছিল, যা নাইটলাইফ এবং পর্যটকসহ শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। আটককৃতদের মধ্যে প্রায় ৪০০ জন বাংলাদেশি। এছাড়া মিয়ানমার, নেপাল, ভারত, ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছে। অভিযানের সময়