প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ২:৪
রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে এক কিশোরী। নিজে থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। হাত বাড়িয়ে পথচলতি মানুষের সাহায্য চাইছে সে। তার আর্তনাদ শুনতে পাচ্ছেন পথচারীরাও। কিন্তু এগিয়ে এসে সাহায্য করার বদলে দূরে দাঁড়িয়ে নাবালিকার ভিডিও তুলতেই ব্যস্ত সাধারণ মানুষ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। খবর পেয়ে ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। তবে তার শারীরিক অবস্থা নিয়ে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে ওই কিশোরীর পরিবারের অনুমান, ধর্ষণ করা হয়েছে নাবালিকাকে।
জানা গিয়েছে, রবিবার থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী (UP Girl)। পরিবারের দাবি, রবিবার সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছিল সে। তারপর থেকেই আর খুঁজে পাওয়া যায়নি নাবালিকাকে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কিশোরীর পরিবারের সদস্যরা। তারপরেও নাবালিকাকে খুঁজে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত একটি ঝোপের মধ্যে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে পাওয়া যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে ওই কিশোরী। রক্তমাখা হাত বাড়িয়ে সাহায্য চাইলেও সেই ডাকে সাড়া দিচ্ছে না কেউই। বরং সামনে দাঁড়িয়ে ভিডিও তুলতে ব্যস্ত সকলে। সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তবে তার মধ্যেই একজন গিয়ে পুলিশে খবর দেন। জখম অবস্থায় মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানা গিয়েছে, বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজে ওই কিশোরীকে দেখা গিয়েছে। একজন যুবকের সঙ্গে সে কথা বলছিল, সেই দৃশ্যও ধরা পড়েছে সিসিটিভিতে। তবে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে কিনা, সেই বিষয়ে এখনই কিছু বলা হয়নি পুলিশের তরফে। অন্যদিকে, এই গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে উত্তরপ্রদেশ কংগ্রেস। কী করে এরকম দশা হল ওই নাবালিকার, সেই প্রশ্ন তুলে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে কংগ্রেস।