ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায় যারা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই জুলাই ২০২২ ০৯:২২ অপরাহ্ন
ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায় যারা

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর দেশটির নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন, এ নিয়ে চলছে হিসেব-নিকেশ। এরইমধ্যে আলোচনায় এসেছে বেশ কয়েকজন বর্তমান ও সাবেক মন্ত্রীর নাম।


আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শুরুতেই রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রস। তৃণমূল পর্যায়ে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যের প্রতিক্রিয়ার ক্ষেত্রে লিজ ট্রাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


এরপরেই আলোচনায় আছেন ভারতীয় বংশোদ্ভূত ৪২ বছর বয়সী ঋষি সুনাক। করোনার সময় শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি কর্মীদের জন্য হাজার কোটি পাউন্ডের প্রণোদনা দেওয়ায় ঘরে ঘরে পৌঁছে গিয়েছে সদ্য পদত্যাগকারী ব্রিটিশ এই অর্থমন্ত্রীর নাম।


কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতাদের তালিকায় রয়েছেন বেন ওয়ালেসের নাম। ২০০৫ সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন তিনি। ২০১৫ সালে ডেভিড ক্যামেরনের সরকারের জুনিয়র মন্ত্রী থেকে ২০১৯ সালে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী পদে পদোন্নতি পান বেন ওয়ালেস।


পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদও রয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায়। সম্প্রতি যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। ব্রিটিশ সরকারের ছয়টি বিভাগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।


এদিকে বর্তমান মন্ত্রিসভার বাইরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর হওয়ায় দৌড়ে সবার আগে এগিয়ে আছেন দাবিদার পেনি। কনজারভেটিভ পার্টির সবচেয়ে জনপ্রিয় এমপিদের একজন পেনি।


এছাড়াও আলোচনায় রয়েছেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির প্রধান টম টুগেনধাট, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল, জ্বালানি মন্ত্রী কোয়াসি কোয়ার্টেং, আবাসন মন্ত্রী মাইকেল গভ প্রমুখ। সূত্র : ব্লুমবার্গ