নারীদের বিয়ের বয়স বাড়ল ভারতে

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই ডিসেম্বর ২০২১ ০৭:৪৩ অপরাহ্ন
নারীদের বিয়ের বয়স বাড়ল ভারতে

ভারতে বিয়ের ক্ষেত্রে মেয়েদের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করা হয়েছে। বুধবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। এতদিন ১৮ বছর হলেই সেখানে মেয়েদের বিয়ে করার অনুমতি ছিল। ছেলেদের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর অপরিবর্তিত থাকছে। খবর এনডিটিভি। 


গত প্রজাতন্ত্র দিবসের ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছিলেন, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বাড়িয়ে ২১ করা হবে। এরপর এ বিষয়ে নীতি প্রয়োগের একটি টাস্কফোর্স গঠন করা হয়। চলতি মাসে প্রতিবেদন জমা দেয় সেই টাস্কফোর্স। এতে বয়স বাড়ানোর পক্ষেই মত দিয়েছে তারা। তারপরেই মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন পায়।


মন্ত্রিসভায় প্রস্তাব পাসের পর এই সিদ্ধান্ত বাস্তবায়নে শিশু বিবাহ আইন, বিশেষ বিবাহ আইন ও হিন্দু বিবাহ আইনে সংশোধন আনবে ভারত সরকার। ভারতীয় সংসদে সেটি পাস হলেই চালু হবে নতুন ব্যবস্থা।


মেয়েরা দেরি করে বিয়ে করলে পরিবার ও তাদের আর্থিক, সামাজিক ও বাচ্চাদের ওপর একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।


এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন এনডিটিভিকে বলেন, ‘এটি খুবই ভাল সিদ্ধান্ত। এটি মেয়েদের আরও পড়াশোনা করার সুযোগ করে দেবে। মেয়েরা স্বাধীনতার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। এছাড়া তারা আরও বেশি কর্মসংস্থানে প্রবেশের সুযোগ পাবে।’