রাশিয়া আগ্রাসন চালালে ইউক্রেনে কমব্যাট সেনা মোতায়েনের কোনও পরিকল্পনা নেই ন্যাটোর। ইউক্রেন জোটের বাইরের দেশ হওয়ায় এ ধরনের কোনও পরিকল্পনা নেয়া হয়নি বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।
রবিবার বিবিসি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান বলে জানিয়েছে এনডিটিভি। তবে কমব্যাট সেনা না পাঠালেও দেশটিতে সহায়তা পাঠানোর লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। ন্যাটো জোটে ইউক্রেনের যোগ দেয়ার সম্ভাবনাসহ পূর্ব ইউরোপে নিরাপত্তা ইস্যু নিয়ে কয়েক মাস ধরেই রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। সীমান্তে ১ লাখের বেশি সেনা জড়ো করেছে রাশিয়া। মুখোমুখি অবস্থানে রয়েছে ইউক্রেনের সেনারাও। এছাড়াও যেকোন আগ্রাসন মোকাবিলায় কিয়েভের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ।
ইউক্রেন নিয়ে উত্তেজনা দিন দিন বাড়ছেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছেন যে, রাশিয়া হয়তো ইউক্রেনে হামলা চালাতে পারে। যদিও রাশিয়া এমন দাবি উড়িয়ে দিয়েছে।
ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছেন পুতিন। অপরদিকে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোও ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলোতে সেনা মোতায়েন করছে বা সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। কেউই শান্তিপূর্ণ অবস্থান তৈরির মতো কিছু করছে না।
পুতিন বলছেন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো রাশিয়ার প্রধান নিরাপত্তা দাবিগুলোর কোনো সমাধান করেনি। তবে তিনি আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন বলে নিশ্চিত করেছেন। অপরদিকে, যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনের ওপর আক্রমণ করার সক্ষমতা এখন রাশিয়ার রয়েছে।
মস্কোর দাবি, ওয়ারশ চুক্তির আগে পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিত যেমন ছিল সে অবস্থায় ফিরে যেতে হবে ও রুশ সীমান্তে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন না করা যাবে না। সাবেক সোভিয়েত দেশ ইউক্রেনকে ন্যাটো থেকে চিরতরে বহিষ্কার করারও দাবি জানিয়ে আসছে রাশিয়া।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।