বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২৮

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ১৩ই অক্টোবর ২০২১ ১০:৫৮ পূর্বাহ্ন
বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২৮

নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় পাহাড়ি পথে চলার সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ১ হাজার ফুট (৩০০ মিটার) নিচে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দুপুরের ঠিক পরপরই এই দুর্ঘটনা ঘটে বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।দুর্ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়। তবে কিছু রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় পতিত হওয়ার আগে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। 


কাঠমান্ডু পোস্ট বলছে, বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। ৩২ জন নিহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। বাসটির বেশির ভাগ যাত্রী নেপালের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দশাইন উদ্‌যাপন করে বাড়ি ফিরছিলেন। নেপালে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। মূলত খারাপ রাস্তা অথবা দুর্বল রক্ষণাবেক্ষণ হওয়া যানবাহনের কারণেই এসব দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।