প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ১৬:২৮
আফগানিস্তান দখলের দশ দিন পেরুলেও কাবুল বিমানবন্দরের চিত্র বদলায়নি। দেশ ছাড়তে বিমানবন্দরে এখনো অপেক্ষায় ১০ হাজারের বেশি মানুষ। ৩১ আগস্টের মধ্যে সব নাগরিকদের ফিরিয়ে নিতে তাড়াহুড়োয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১০ দিনে অন্তত ৮৮ হাজার মানুষকে দেশটি থেকে সরিয়ে নিয়েছে বিভিন্ন দেশ। তবে পথে নিরাপত্তার হুমকী থাকায় কাবুল বিমানবন্দর এড়িয়ে চলতে নিজ নাগরিকদের পরামর্শ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, ৩১ আগস্টের পরও কেউ চাইলে আফগানিস্তান ছাড়তে পারবে বলে আশ্বাস দিয়েছে তালেবান। এদিকে বিশ্ব স্বাস্থ্যসংস্থার হুশিয়ারি, দেশটিতে বিদেশী অর্থ সহায়তা স্থগিতে ভয়াবহ মানবিক সংকটে পড়বে লাখো আফগান।