মুম্বাইয়ে ভারি বৃষ্টিপাত অব্যাহত, ‘রেড অ্যালার্ট’ জারি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২৩শে জুলাই ২০২১ ১০:৩২ পূর্বাহ্ন
মুম্বাইয়ে ভারি বৃষ্টিপাত অব্যাহত, ‘রেড অ্যালার্ট’ জারি

টানা কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইসহ রাজ্যের বেশ কয়েকটি জেলায়। এবার মুম্বাইয়ের পাশাপাশি থানে ও পালঘর জেলাতেয় ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।


পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় এরই মধ্যে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া টাইমস অব ইন্ডিয়া।


গত বুধবার সকাল থেকেই মুম্বাই, থানে, পালঘর, রায়গড় জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয় হয়। যা রাতের দিকে বজ্রসহ বৃষ্টিপাতে রূপ নেয়। এমন অবস্থায় ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় প্রচুর বৃষ্টির শঙ্কার কথা। প্রবল বৃষ্টির কারণে গত ২০ জুলাই মুম্বাইয়ে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়।


ভারি বৃষ্টি অব্যাহত থাকায় ডুবে গেছে বহু এলাকা, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়িসহ নানা স্থাপনা। গৃহবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ঘটছে ভবন ধসের ঘটনাও। বৃষ্টির কারণে ভবন ধসে গত রবিবার মুম্বাইয়ে শিশুসহ ৩৩ জনের মৃত্যু হয়। টানা বৃষ্টিতে ভূমিধস, বাড়িঘর ভেঙে এবং বিদ্যুতায়িত হয়ে এসব মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।