ইসরায়েলে রকেট হামলায় ভারতীয় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ১২ই মে ২০২১ ০৬:০১ পূর্বাহ্ন
ইসরায়েলে রকেট হামলায় ভারতীয় নারী নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।


এছাড়া ইসরায়েলের বিমান থেকে ফেলা বোমার আঘাতে গাজা শহরের ১৩তলা বিশিষ্ট হানাদি টাওয়ার হেলে পড়েছে।


ইসরায়েলের এসব হামলার জবাবে ফিলিস্তিন থেকে হামাস রকেট হামলা চালাচ্ছে। এসব রকেট ইসলায়েলে আঘাতও হানছে। তবে এখন পর্যন্ত রকেট হামলায় কতজন ইসরায়েলি নিহত হয়েছে তার সঠিক হিসাব প্রচার না করলেও ভারতীয় গণমাধ্যমে একজন কেরলার নারী নিহতের খবর প্রচার করা হয়েছে।


এনডিটিভি’র খবরে বলা হয়, ওই নারীর বাড়ি কেরলার ইদুক্কি জেলার কেরিথডুতে। তার নাম সৌমা(৩১)। গত সাতবছর ধরে ইসরায়েলের আসকেলন অঞ্চলে একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।


জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রকেট হামলার সময় তিনি যে বাড়িতে থাকতেন তার উপর একটি বিমান ভেঙে পড়ে। এই ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে সৌমার পরিবারের তরফে দাবি করা হয়েছে।

নিহত সৌমার স্বামীর ভাই জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভিডিওকলে তার দাদা সন্তোষ তার স্ত্রী সৌমার সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ই আচমকা ফোনের ওপ্রান্ত থেকে বিশাল ভারি কিছু পড়ার শব্দ শুনতে পান।


এরপরই ফোনের লাইন কেটে যায়। তারপর থেকে আর সৌমার সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে জানা যায় ওই সময় রকেট হামলা হয় ওই বাড়িতে। আর তাতেই সৌমা মারা যান।


#ইনিউজ৭১/এনএইচএস/২০২১