প্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ১০:৩
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাড়ি থেকে একই পরিবারের ৬ বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার রাত ১টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়। ।পুলিশ বলছে, দুই ভাই পরিবারের চার সদস্যকে হত্যা করার পর তারা নিজেরাও আত্মহত্যা করেছে।
নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন টিনেজ ভাই, তাদের এক বোন, তাদের বাবা-মা এবং দাদি রয়েছেন।নিহতদের পরিবারের এক বন্ধুর কাছ থেকে ফোন পেয়ে ডালাস শহরতলির অ্যালেনের ওই বাড়িতে পুলিশ রাত ১টার দিকে তল্লাশির জন্য যায়।
ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, নিহতদের মধ্যে এক ছেলে আত্মহত্যা করেছে।বাংলাদেশি ওই পরিবারটি সম্পর্কে স্থানীয় পুলিশ কিছু জানায়নি। তাৎক্ষণিকভাবে তারা পরিচায় প্রকাশ করতে চাইছে না। পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে।