প্রকাশ: ২১ মার্চ ২০২১, ১০:৩৮
বিদেশি দর্শকদের জন্য টোকিও অলিম্পিকের দরজা বন্ধ হয়ে গেল। গতকাল শনিবার (২০ মার্চ) এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন আয়োজকরা। করোনা আবহে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
করোনার জেরে অলিম্পিক ইতোমধ্যে একবছর পিছিয়ে গেছে। এবার শুরু হবে জুলাইতে। মারণ ভাইরাসের হাত থেকে প্রতিযোগী ও স্থানীয় জনগণকে রক্ষা করতেই অলিম্পিক আয়োজক কমিটির তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপানের স্থানীয় সরকার, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, টোকিও অলিম্পিক আয়োজক কমিটি, আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি ও জাপান সরকার আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
বিদেশি দর্শকদের অলিম্পিকে প্রবেশাধিকার নিষিদ্ধ হলেও স্থানীয়রা সবাই যে স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন, এমনটা নয়। কারণ অলিম্পিক শুরুর আগে সকল টোকিওবাসীকে টিকা দেওয়া সম্ভব হবে না। কারণ সেখানে টিকাকরণ প্রক্রিয়া চলছে ধীর গতিতে। আর টিকা না নিয়ে কেউ স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।
তবে এই মুহূর্তে আয়োজকদের সবচেয়ে বড় মাথাব্যথা, দর্শকদের টিকিটের দাম ফেরত দেওয়া। স্থানীয়দের মধ্যে টিকিট বিতরণ শুরু হলেও বিদেশি দর্শকদের টিকিটের দাম ফেরত নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে।