ফ্রি ইন্টারনেট দিতে চলছে ফেসবুক!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই মে ২০২০ ০২:০৬ পূর্বাহ্ন
ফ্রি ইন্টারনেট দিতে চলছে ফেসবুক!

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে মানুষ যেন যোগাযোগহীন হয়ে না পড়ে সেকারণে উন্নয়নশীল দেশগুলোতে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে ফেসবুক। সম্প্রতি জানা যায়, ‘ডিসকভার’ নামের একটি অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের বিভিন্ন অপারেটরদের বিনামূল্যের ব্রাউজিং ডেটাকে কাজে লাগাবে।


ফেসবুক বলছে, ব্যবহারকারীরা যদি তাদের সব তথ্য মোবাইল অপারেটরদের কাছে দেন তাহলে তারা প্রতিদিন বিনামূল্যে ইন্টারনেট ডেটা পেয়ে যাবেন। যখনই ব্যবহারকারীরা নিজের সিমে বিনামূল্যে ডেটা পেতে শুরু করবেন তখনই তাদের কাছে একটি নোটিফিকেশন আসবে।

তবে ডিসকভার অ্যাপ্লিকেশন কেবলমাত্র কম ব্যান্ডউইথ দেবে।  সেক্ষেত্রে ভিডিও-অডিও জাতীয় অন্যান্য মিডিয়াগুলো এই অ্যাপ দ্বারা দেখা যাবে না। 

ফেসবুক আরও জানিয়েছে, ডিসকভার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে ফেসবুক অ্যাকাউন্ট থাকার কোনো প্রয়োজন নেই।  

ফেসবুক জানিয়েছে, পেরুতে এই অ্যাপের পরীক্ষা শুরু করা হয়েছে। ভবিষ্যতে থাইল্যান্ড, ফিলিপাইন, ইরাক এবং অন্যান্য উন্নয়নশীল দেশে এই অ্যাপ উন্মুক্ত করা হবে।


তথ্যসূত্র-herge.com