বিটিসিএলের ল্যান্ডফোন হতে ল্যান্ডফোনে সারা মাস মাত্র ১৫০ টাকায় কথা বলা যাবে। এছাড়া ল্যান্ডলাইনে কোনো লাইনরেন্টও রাখছে না বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বা বিটিসিএল।
বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে মন্ত্রণালয়ে এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের মধ্যে আরও রয়েছে, বিটিসিএল থেকে অন্য যেকোনো অপারেটরে ৫২ পয়সা মিনিটে কথা বলা যাবে। বৈঠকে বিটিসিএলকে গ্রাহক সেবা অটোমেশন করে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে লাগসই কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়নে করণীয় বিষয়ে দিক-নির্দেশনা দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশব্যাপী বিটিসিএলের নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্ক যথাযথভাবে কাজে লাগাতে হবে। এসময় বিটিসিএলের সকল ফোন সচল রাখা ও সেবা প্রদানে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।।বৈঠকে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।