এবার চোর ধরবে এআই ক্যামেরা!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ২২শে জুন ২০১৯ ০৪:৫৩ অপরাহ্ন
এবার চোর ধরবে এআই ক্যামেরা!

চোর ধরতে মুখ শনাক্তকারী এআই ক্যামেরার ব্যবহার নিশ্চিত করেছে মার্কিন সুপারমার্কেট জায়ান্ট ওয়ালমার্ট। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, পণ্য ক্যাশিয়ারের মাধ্যমে স্ক্যান না করে ব্যাগে ভরলে বা স্বয়ংক্রিয় চেইকআউটে ক্যামেরা সেগুলো শনাক্ত করে। ওয়ালমার্টের পক্ষ থেকে বলা হয়, এক হাজারের বেশি স্টোরে এই প্রযুক্তি ব্যবহার করে তারা। এ বিষয়ে প্রতিষ্ঠানটি বলেছে, “গ্রাহক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে” তারা বিনিয়োগ করেছে। ওয়ালমার্টের এই প্রযুক্তিকে বলা হয়, ‘মিসড স্ক্যান ডিটেকশন’। আইরিশ প্রতিষ্ঠান এভারসিন-এর প্রযুক্তি ব্যবহার করে ওয়ালমার্ট।

মানুষের বদলে পণ্যের ওপর নজরদারি করে ক্যামেরাগুলো। কোনো পণ্য যদি চেইকআউটে স্ক্যান না করে ব্যাগে ভরা হয় তবে স্বয়ংক্রিয় ব্যবস্থায় একজন কর্মীর সহায়তা চাওয়া হয়। ওয়ালমার্টের দাবি, এই প্রযুক্তি চালু করার পর, চুরি বা ত্রুটির কারণে পণ্য হারানোর পরিমাণ অনেক কমেছে। ব্রিটিশ সুপারশপ জায়ান্ট টেসকো-ও একই ধরনের কোনো প্রযুক্তি ব্যবহার করে কী-না জানতে চাওয়া হলে তারা এ বিষয়ে কোনো জবাব দেয়নি।

ইনিউজ ৭১/এম.আর