বিশ্বজুড়ে লাখ লাখ ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী সমস্যা পড়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে স্তব্ধ হয়ে যায় জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া। শুধু ফেসবুকই নয়, সঙ্গে ইনস্টাগ্রামও ডাউন। তাই তোলপাড় শুরু হয়েছে টুইটার জুড়ে। সন্ধ্যা থেকে ফেসবুক ও ইনস্টাগ্রাম খুললে কোনও ফিড দেখা যাচ্ছে না।ডাউন ডিটেকটরেও ধরা পড়েছে ফেসবুকের সেই ছবি। বাংলাদেশ-ভারত, যুক্তরাষ্ট্র, ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহারকারীরা এই সমস্যা সম্মুখীন হচ্ছেন। ব্যবহারকারীরা ফিড রিফ্রেশ এবং ছবি আপলোড দিতে পারছেন না।এদিকে, অনেকেই বলছেন আপগ্রেডেশনের কাজ করছে ফেসবুক। আর এজন্য বিশ্বজুড়ে লাখ লাখ ফেসবুক ব্যবহারকারী সমস্যার মধ্যে পড়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।