এবার লক্ষ্য শুক্র বৃহস্পতি নেপচুন
মঙ্গল চাঁদসহ সৌরজগত নিয়ে গবেষণার শেষ নেই। গভীর থেকে গভীরতম গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এবার এ যাত্রায় যুক্ত হলো নতুন লক্ষ্য। আর তা হলো- সৌর জগতের শুক্র, বৃহস্পতি, নেপচুনে যেতে চান নাসার মহাকাশ বিজ্ঞানীরা।
সৌরজগতের বিভিন্ন অংশে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে নাসা। শুক্রের জন্য দু’টি মিশনের কাজ চলছে। এরপর বৃহস্পতির চাঁদে এবং শেষটি হবে ট্রাইটনে, যা নেপচুনের চাঁদ। সূর্যকেও আরও কাছ থেকে দেখতে প্রস্তুত নাসা। ইউরোপিয়ান স্পেস এজেন্সির সঙ্গে যৌথ উদ্যোগে উৎক্ষেপণ করা হয়েছে প্রথম সৌর অরবিটার। এটি প্রথম মহাকাশ যান, যা সূর্যের ছবি তুলে পৃথিবীতে পাঠাবে।
প্রথম জার্মানির ডারমস্টাডেটের ইউরোপীয় স্পেস অপারেশনস সেন্টারের মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশ যান থেকে সংকেত পান। তারা জানিয়েছেন, সোলার অরবিটারের সৌর প্যানেলগুলো সফলভাবে প্রতিস্থাপিত হয়েছে।
নাসা জানিয়েছে, এখন ওই মহাকাশ যান তার অ্যান্টেনা ও সৌর প্যানেলগুলো যথাযথভাবে স্থাপন করবে। এরপরই তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। কক্ষপথে থেকে ছবি তুলবে মহাকাশ যান। বুধের কক্ষপথ থেকে সূর্য এবং পৃথিবীর মধ্যকার সম্পর্ক জানাবে এ মহাকাশযান।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।