জি মেইলের যত নতুন সুবিধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৫ই মার্চ ২০১৯ ০৯:৫২ পূর্বাহ্ন
জি মেইলের যত নতুন সুবিধা

জি মেইলে নতুন প্রদান করা সুবিধাগুলোর মাধ্যমে ভুলে কারো কাছে কোনো মেইল চলে গেলে ৩০ সেকেন্ডের মধ্যে ভুলবশত প্রেরিত মেইলটি ফিরিয়ে আনা যাবে ড্রাফট বক্সে। মেইল ফিরিয়ে আনার জন্য জি-মেইলের সেটিংস বিভাগে থাকা ‘আনডু’ অপশনটিতে ক্লিক করতে হবে। অফলাইনে ব্যবহার করা যাবে জি-মেইল। সেটিংস অপশনে গেলেই পাওয়া যাবে এই অফলাইন পরিষেবা। শুধুমাত্র মেইল পাঠানো বাদ দিয়ে অন্য সবকিছুই করা যাবে। মেইল কম্পোজ করে সেভ করে রাখা যাবে। ইন্টারনেট যোগ করার সঙ্গে সঙ্গে ওই সেভ মেইলটি নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকানায় পৌঁছে যাবে।

পুরানো মেইলের সন্ধান করা বা তা ডিলিট করা এখন আরও সুবিধাজনক হয়ে গেছে। সার্চ অপশনে গিয়ে, যে মেইলটার খোঁজ করছেন সেটা সম্পর্কিত কিছু লিখলে বা প্রেরকের নাম লিখলেই চলে আসবে নির্দিষ্ট মেইলটি। কোনো মেইল পাঠানোর আগে সেই মেইলের সঙ্গে একটা নির্দিষ্ট টাইম সেট করে দেওয়া যাবে। যাকে মেইলটা পাঠানো হবে, তিনি মেইলটি খোলার সঙ্গে সঙ্গে সেই টাইম কাউন্ট শুরু হয়ে যাবে এবং ওই নির্দিষ্ট সময়ের পর আর মেইলটি খোলা যাবে না।

ইনিউজ ৭১/এম.আর