ঈদে দৌলতদিয়ায় ১৭ ফেরী ও ২০ লঞ্চে যাত্রী পারাপার

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ১৭ই মার্চ ২০২৫ ০৪:২৯ অপরাহ্ন
ঈদে দৌলতদিয়ায় ১৭ ফেরী ও ২০ লঞ্চে যাত্রী পারাপার

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। গত সোমবার (১৭ মার্চ) সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। ওই সভায় আসন্ন ঈদ উপলক্ষে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের যাতায়াত সহজ করতে প্রস্তুতিমূলক আলোচনা করা হয়।


সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আল রাজীব, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, বিআইডব্লিউটিএ আরিচা বন্দর কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম শেখ, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জুয়েল, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ এনামুল হক এবং বিআরটিএ রাজবাড়ীর সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ।


বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, ঈদ-উল-ফিতরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মোট ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। এর মধ্যে ৩, ৪ এবং ৭ নম্বর ঘাটে ৮টি পকেট যানবাহন পারাপারের ব্যবস্থা থাকবে। এছাড়া, ঘাটে যানজট মুক্ত রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার পুলিশ বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।


এছাড়া, অতিরিক্ত ভাড়া আদায় রোধে, ঘাট এলাকায় ভাড়ার নির্দিষ্ট চার্ট ও টিকিট কাউন্টারের তালিকা প্রদর্শন করা হবে। অবৈধ যানবাহন চলাচল রোধে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করবে। ঘাট এলাকায় আলোকসজ্জা, অস্থায়ী টয়লেট, মাতৃদুগ্ধ কেন্দ্র এবং সুপেয় পানির ব্যবস্থা করা হবে।


রাজবাড়ী জেলা পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, "যাত্রী হয়রানি, ছিনতাই, মলমপার্টি, দালাল, যানজট নিয়ন্ত্রণে ঘাট এলাকায় কায়েম করা হবে একাধিক নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে কিছু অপরাধী গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ নিয়মিত টহলে থাকবে।"


রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, "আমরা আশা করছি, সকলের সহযোগিতায় এবার একটি সুন্দর ঈদ কাটবে।" তিনি আরও বলেন, "এবারে ঘাটে যানবাহনের চাপ কম, তবে ঈদ সময়ের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।"