রাষ্ট্র কাঠামো মেরামতে বরিশালে ৩১ দফার বার্তা ছড়ালো বিএনপি

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ০৭:২১ অপরাহ্ন
রাষ্ট্র কাঠামো মেরামতে বরিশালে ৩১ দফার বার্তা ছড়ালো বিএনপি

বরিশালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিএনপি নেতারা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে দলীয় কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি ৩১ দফার মূল বার্তা তুলে ধরেন।


লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ হাসান, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন প্রমুখ।


বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই এই ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছিলেন। এই প্রস্তাবে নাগরিক অধিকার সংরক্ষণ, বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নেতারা বলেন, “এই দফাগুলো সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমরা লিফলেট বিতরণ করছি, যাতে জনগণ জানতে পারে, বিএনপি রাষ্ট্র পরিচালনায় কী ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে।”


বক্তারা আরও উল্লেখ করেন, “বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হবে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের অধিকার সুনিশ্চিত করবে এবং বিশ্ব পরিমণ্ডলে দেশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়নে ভূমিকা রাখবে। দলকে সুসংগঠিত করার পাশাপাশি জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য।”


এ সময় নেতারা দলের কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে দলীয় ভাবমূর্তি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।