নতুন মোড়কে উইন্ডোজ ১১, তবে ...

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২৫শে জুন ২০২১ ০৪:০২ অপরাহ্ন
নতুন মোড়কে উইন্ডোজ ১১, তবে ...

উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা বিনামূল্যে উইন্ডোজ ১১ এবার বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা ছাড়াও ইউজার ইন্টারফেস ও স্টার্ট মেনুতে বিশাল পরিবর্তন আনা হয়েছে। 




তবে এর জন্য উইন্ডোজ আপডেট অপশনটি চালু রাখতে হবে। টেকজায়ান্ট মাইক্রোসফট এ তথ্য জানিয়েছে।




এছাড়াও আমাজন অ্যাপ স্টোরের মাধ্যমে উইন্ডোজে এখন অ্যান্ড্রয়েড অ্যাপেও ব্যবহার করা যাবে। আর সিকিউরিটি ফিচারেও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন এই ভার্সনে। 





লুক-এন্ড-ফিল এর ক্ষেত্রেও বেশ আকর্ষণীয় করা হয়েছে। বিভিন্ন আইকনগুলোতে চারকোনার পরিবর্তে কিছুটা গোলাকৃতির করা হয়েছে। 




উল্লেখ্য, উইন্ডোজের অতীত ভার্সনগুলোর মধ্যে ‘উইন্ডোজ-৮’ ভার্সনের নানা রকম সমস্যার কারণে মাইক্রোসফটকে পড়তে হয়েছিল ব্যাপক সমালোচনা ও তোপের মুখে। 




পরবর্তীতে দ্রুততম সময়ে অভিষেক হয়েছিল উইন্ডোজ-১০ এর। ওই সময় উইন্ডোজ-৮ ব্যবহারকারীদের বিনা খরচে উইন্ডোজ-১০ আপডেট করে দেওয়া হয়েছিল।