মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: শুক্রবার ১০ই জানুয়ারী ২০২৫ ০৯:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ

মৌলভীবাজারে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ কর্মসূচি আয়োজিত হয়।  


প্রতিনিধি শাহ মিসবাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম নিরব। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সল হোসাইন, সিলেট জেলার সাবেক প্রধান সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষী এহসানুল হক জাকারিয়া।  


শুভেচ্ছা বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম এবং স্থানীয় ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।  


সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। একই দিন শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়, যা জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।