ক্যালিফোর্নিয়ার দাবানল: ক্ষমতাবানদের বিলাসী জীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক
মোঃ শওকত হায়দার (জিকো) সম্পাদক , ইনিউজ৭১
প্রকাশিত: শুক্রবার ১০ই জানুয়ারী ২০২৫ ০৪:০৬ অপরাহ্ন
ক্যালিফোর্নিয়ার দাবানল: ক্ষমতাবানদের বিলাসী জীবন বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল শুধু প্রকৃতির নয়, সমাজের এক নির্মম বাস্তবতা উন্মোচন করেছে। ধনী ও ক্ষমতাবানরা যারা বিলাসবহুল জীবনযাপন করতেন, তাদের অনেকেই এখন নিঃস্ব হয়ে তাবুতে বসবাস করছেন।  


এই দাবানল শুধু কয়েক হাজার একর জমি বা বাড়িঘরই ধ্বংস করেনি, এটি প্রশ্ন তুলেছে ক্ষমতার অপব্যবহার ও অসাম্যের ওপর। ক্ষমতাবানরা যারা অন্যায়ভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে অন্যের জীবন ও সম্পদ ধ্বংস করতে দ্বিধা করেন না, তাদের জন্য প্রকৃতির এই প্রতিশোধ কী বার্তা দিচ্ছে?  


বিলাসবহুল মিলিয়ন ডলারের বাড়ি, দামি গাড়ি—সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তারা এখন নিরুপায় হয়ে তাবুতে বসবাস করছেন। হয়তো এই বাস্তবতা তাদের চোখ খুলে দেবে, বুঝতে শেখাবে প্রকৃতি ও মানবতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব।  


তবে, প্রশ্ন থেকে যায়—এই দৃশ্য কি আদৌ ক্ষমতাবানদের শিক্ষা দেবে? নাকি তারা আবারও তাদের অর্থ ও ক্ষমতার জোরে অন্যের ক্ষতি করে নিজেদের সুরক্ষিত রাখতে চাইবে? প্রকৃতি তার নিজস্ব নিয়মে সবকিছু ফিরিয়ে আনতে সক্ষম, তবে মানুষ কি প্রকৃতির এই বার্তাকে গ্রহণ করতে পারবে?