ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ৫ই জানুয়ারী ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ন
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্বে নদীতে দৃষ্টিসীমা কমে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।  


শনিবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে ঘাট কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। শীতের তীব্রতা আর দীর্ঘ সময় অপেক্ষার কারণে যাত্রী এবং যানবাহনের চালকরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।  


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানিয়েছেন, কুয়াশার কারণে ফেরির চালকদের নদীপথে দৃষ্টিসীমা একেবারে সীমিত হয়ে পড়েছে। দুর্ঘটনার আশঙ্কা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি।  


বর্তমানে দৌলতদিয়া ঘাটে কয়েক ডজন পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী যানবাহন আটকে আছে। অনেক যাত্রী বাধ্য হয়ে খোলা আকাশের নিচে অপেক্ষা করছেন। চালক এবং সহকারীরাও গাড়ির ভেতরে ঠাণ্ডার কারণে সময় কাটাতে হিমশিম খাচ্ছেন।  


ঘন কুয়াশা নৌপথে নিত্যদিনের একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শীত মৌসুমে এই ধরনের সমস্যার কারণে যাত্রী ও পরিবহন কর্মীদের অসুবিধা চরমে পৌঁছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে এলে ফেরি চলাচল দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হবে।  


ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তবে অনেকে কোনো উপায় না থাকায় নদী পারাপারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন।