উলিপুরে যুবদল নেতার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ৪ঠা জানুয়ারী ২০২৫ ০৪:৪২ অপরাহ্ন
উলিপুরে যুবদল নেতার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতা আশরাফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা যুবদল ও মহিলাদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বড় মসজিদ মোড়ে পথসভায় মিলিত হয়।  


পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসীন আলী, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সাজু সরদার, কৃষকদলের সভাপতি সহিদুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা, ধরনীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার, বজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল মিয়া এবং গুনাইগাছ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ আনছারী।  


বিক্ষোভে পৌরসভা ও ইউনিয়নের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, যুবদল নেতা আশরাফুল ইসলামের হত্যাকাণ্ডে রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের অনুসারীরা সরাসরি জড়িত। দ্রুত দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান তারা।  


উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় উলিপুর থানার গোল ঘরে একটি বৈঠক চলাকালে প্রতিপক্ষের মারধরের ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা আয়নাল হক ২৮ ডিসেম্বর ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।  


পুলিশ জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।