অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত উত্তরা পশ্চিম থানার মো. হাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ১৬ই নভেম্বর ২০২৪ ০৬:২০ অপরাহ্ন
অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত উত্তরা পশ্চিম থানার মো. হাফিজুর রহমান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান। গত ১৬ নভেম্বর আইজি মো. ময়নুল ইসলাম এনডিসি তার হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান এনডিসি, অতিরিক্ত কমিশনার ফারুক হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 


জানা গেছে, অক্টোবর মাসে ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণ, থানায় সেবার মান বৃদ্ধি এবং অন্যান্য সূচকের ভিত্তিতে হাফিজুর রহমানের নেতৃত্বে উত্তরা পশ্চিম থানা শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়। তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবায় উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছেন, যার ফলে তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়। 


পুরস্কার গ্রহণের পর, ওসি হাফিজুর রহমান বলেন, “থানায় সেবার মান আরও বাড়ানো এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে থানা প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য। আমি আশা করি, সবাই একসঙ্গে কাজ করলে আমাদের কমিউনিটি আরও নিরাপদ হবে।” তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেছেন। 


হাফিজুর রহমানের এই অর্জন স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এবং তার কর্মক্ষমতার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।