
প্রকাশ: ১৯ আগস্ট ২০১৯, ২২:৭

ম্যানুয়াল কনটেন্ট আইডি ক্লেইমিং পলিসিতে পরিবর্তন এনেছে ভিডিও শেয়ার করার ওয়েবসাইট ইউটিউব। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন নিয়মে পুরো ভিডিও ব্লক হওয়ার হার বাড়তে পারে। ‘ম্যানুয়াল ক্লেইমিং’ টুল থেকে ‘খুব ছোট’ অথবা কোনো মিউজিকের ‘অনিচ্ছাকৃত ব্যবহারের’ জন্য কপিরাইট মালিকেরা ক্রিয়েটরের ভিডিও মনিটাইজ করতে পারবেন না। তার পরিবর্তে তারা অন্য পক্ষকে মনিটাইজ করা থেকে বিরত রাখতে পারবেন অথবা পুরো ভিডিওটি ব্লক করে দিতে পারবেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব