অধস্তন আদালতের কর্মচারীদের দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার আয়োজনে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি রেজোয়ান খন্দকার। জেলা শাখার সভাপতি মো. অহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হেদায়েতুন্নবী জাকির, সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার, সিনিয়র সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. তারিক আহমেদ রিংকু, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা অধস্তন আদালতের কর্মচারীদের দুই দফা দাবি বাস্তবায়ন করার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা দাবি করেন, বিচার বিভাগীয় কর্মচারীদের বেতন ভাতা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আওতায় আনা এবং ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি করা হোক। তারা আরও বলেন, পদোন্নতির জন্য যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা দরকার।
এই সম্মেলনে বক্তারা বলেন, অধস্তন আদালতের কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের দাবি আদায়ের জন্য সংগ্রাম করে আসছেন। বক্তরা সরকারের কাছে তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানান। সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা কমিটির উপদেষ্টা মোহাম্মদ শামসুদ্দোহা।
এ সম্মেলনের মাধ্যমে পিরোজপুরের বিচার বিভাগীয় কর্মচারীরা তাদের দাবি সমর্থনে একত্রিত হয়ে আরো শক্তিশালী কণ্ঠে নিজেদের আওয়াজ তুললেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।