আলু-ডিম-পেঁয়াজেসহ ১০টি পণ্য সূলভ মূল্যে পাবে ভোক্তা : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪ ০৭:২৬ অপরাহ্ন
আলু-ডিম-পেঁয়াজেসহ ১০টি পণ্য সূলভ মূল্যে পাবে ভোক্তা : বাণিজ্য উপদেষ্টা

সরকারি উদ্যোগে ভোক্তাদের জন্য সূলভ মূল্যে ১০টি কৃষি পণ্য প্রদান করা হবে, যা দেশের কৃষক ও সাধারণ মানুষের সুবিধার্থে বিশেষভাবে পরিকল্পিত। এ উদ্যোগের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর খাদ্য ভবনের সামনে কৃষি ও ওএমএস কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, "ভোক্তারা যাতে সুলভ মূল্যে ক্রয়ক্ষমতার মধ্যে সবকিছু পায়, সেজন্য আমাদের এ প্রচেষ্টা।"


অনুষ্ঠানে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা ন্যায্যমূল্যে ডিম, আলু, পেঁয়াজ, সবজি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব।"


এ উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম উপস্থিত ছিলেন।


প্রাথমিকভাবে রাজধানীর ২০টি স্থানে ট্রাকসেলের মাধ্যমে এসব কৃষিপণ্য বিতরণ করা হবে। স্থানগুলো হলো- খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজারবাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশি মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গীরচর, রামপুরা ও ঝিগাতলা।


কৃষি পণ্যগুলোর মধ্যে রয়েছে: প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা, এক ডজন ডিমের দাম ১৩০ টাকা, এক কেজি পেঁয়াজের দাম ৭০ টাকা, ১ কেজি কাঁচা পেপের দাম ২০ টাকা, এবং পাঁচ কেজি বিভিন্ন ধরনের সবুজ শাক-সবজি প্যাকেজ আকারে বিক্রি হবে।


এ কার্যক্রম সরকারের লক্ষ্য অনুযায়ী বাজারে ন্যায্যমূল্যের পণ্য সরবরাহের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং কৃষকের উৎপাদিত পণ্য সহজলভ্য করার জন্য একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।