এক বছর লাগেনি খুব অল্প সময়ে চালু মিরপুর ১০ মেট্রোরেল স্টেশন

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪ ১১:১২ পূর্বাহ্ন
এক বছর লাগেনি খুব অল্প সময়ে চালু মিরপুর ১০ মেট্রোরেল স্টেশন

মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন আবারও কার্যক্রম শুরু করেছে। ৮৮ দিনের বন্ধের পর স্টেশনটি চালু হতে পেরে কর্তৃপক্ষ এবং যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। 


সকালবেলা স্টেশনে যাত্রীদের সংখ্যা কম দেখা গেলেও কর্তৃপক্ষ আশা করছে, আগামী দিনে ধীরে ধীরে যাত্রীদের চাপ বাড়বে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জানান, অনেকেই এখনও জানেন না যে স্টেশনটি চালু হয়েছে, ফলে যাত্রীর সংখ্যা সামান্য।


এর আগে সোমবার (১৪ অক্টোবর) ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ এক সংবাদ সম্মেলনে জানান, পরীক্ষামূলকভাবে স্টেশনটির কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, গত ১৯ জুলাই অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ক্ষতি করে। তারা টিকিট ভেন্ডিং মেশিন এবং যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়।


কাজীপাড়া স্টেশন ২০ সেপ্টেম্বর মেরামত শেষে পুনরায় চালু হয়, এবং যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে মিরপুর-১০ স্টেশনটিও দ্রুত মেরামত করা হয়। আবদুর রউফ আরও জানান, যাত্রীদের সেবা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।


মেট্রোরেলটি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ৩৭ দিন বন্ধ ছিল, গত ২৫ আগস্ট থেকে এর চলাচল পুনরায় শুরু হয়। মিরপুর-১০ স্টেশনটি পুনরায় চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে, যদিও প্রথম দিন ভিড়ের অভাব দেখা গেছে।


এখন আশা করা হচ্ছে, যাত্রীদের সুবিধার্থে কর্তৃপক্ষ দ্রুত তথ্য প্রচার বৃদ্ধি করবে, যাতে সকলেই স্টেশনটির পুনঃচালনার খবর জানতে পারেন এবং মেট্রোরেল সেবার দিকে ফিরে আসতে পারেন। নিরাপদ এবং দ্রুত যাতায়াতের জন্য মেট্রোরেল দেশের পরিবহণ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং এর কার্যক্রম আবার শুরু হওয়ায় সবার মধ্যে আশাবাদী অনুভূতি সৃষ্টি হয়েছে।