শেখ হাসিনার ভ্যান গার্ড মনির দেশেই আত্মগোপনে আছেন

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ন
শেখ হাসিনার ভ্যান গার্ড মনির দেশেই আত্মগোপনে আছেন

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি এবং বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত সেই তথ্য অস্বীকার করেছেন, যেখানে দাবি করা হয়েছে তিনি ভারতে পালিয়ে গেছেন। তিনি বলেন, “আমি দেশে আছি এবং আমার পাসপোর্ট বাতিল হওয়ার কারণে বিদেশ যাওয়া সম্ভব হয়নি।”


সোমবার (১৪ অক্টোবর) এক সাক্ষাৎকারে মনিরুল ইসলাম জানান, গত রবিবার (১৩ অক্টোবর) তিনি নিজের রমনার বাসায় প্রবেশ করতে পারছিলেন না। “রাস্তা থেকে বাসা দেখলাম, কিন্তু ঢুকতে পারলাম না। এটি আমার দীর্ঘদিনের ঠিকানা,” বলেন তিনি। 


২০২২ সালে মালদ্বীপ এবং দিল্লিতে দুই দিনের অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি ব্যক্তিগত কারণে সেখানে গিয়েছিলাম। কিন্তু বর্তমানে দেশে থাকছি এবং পরিস্থিতি মোকাবেলা করছি।”


মনিরুল ইসলাম আরও বলেন, “আমার বিরুদ্ধে হত্যার পরিকল্পনা হচ্ছে। আমি যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারি। যদি তদন্তে আমার সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে আমি গ্রেপ্তার হতে প্রস্তুত। আত্মসমর্পণের চিন্তাও করছি।”


মনিরুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাখায় প্রায় ১৫ বছর চাকরি করেছেন এবং ডিএমপির মুখপাত্র হিসেবে গণমাধ্যমে পরিচিত মুখ ছিলেন। ২০২১ সালে তিনি বিশেষ শাখার প্রধান হন।


বর্তমানে তার বিরুদ্ধে যে অভিযোগ ও চর্চা চলছে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু তদন্ত হলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। 


মনিরুল ইসলামের এই বক্তব্যের পর তার পাশে থাকা সমর্থকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা বিশ্বাস করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রমাণিত হবে। 


এদিকে, মনিরুল ইসলামের মন্তব্যগুলি মিডিয়ার সামনে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আরও তদন্তের জন্য চাপ সৃষ্টি করছে।