‘৩৩৩ এ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেলেন ৩৪ জন দুস্থ

নিজস্ব প্রতিবেদক
মোঃ আশিকুর রহমান টুটুল, জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: রবিবার ৯ই মে ২০২১ ১২:০৫ অপরাহ্ন
‘৩৩৩ এ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেলেন ৩৪ জন দুস্থ

জাতীয় কলসেন্টার ৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা পেলেন নাটোর লালপুর উপজেলার ৩৪ জন দুস্থ মানুষ।



রবিবার (৯ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপকার ভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই মানবিক খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আকতার। 



এর আগে আবেদনকারীরা ৩৩৩ নাম্বারে কল দিয়ে খাদ্য সহায়তা চান।



মানবিক সহায়তা প্রদান কালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আকতার জানান,‘খাদ্য সহায়তার জন্য ৩৮ জন ৩৩৩  নম্বারে ফোন করে। যাচাই বাছাই করে ৩৪ জন বিভিন্ন শ্রেণি পেশার প্রকৃত দুস্থ অসহায় গরিব বাচাই করা হয়। 



উপকার ভোগী ৩৪ জনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা বিতরণ করা হয়। মানবিক সহায়তার মধ্যে ১০ কেজি চাউল, ১ লিটার তেল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবণ, একটি সাবান, হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক রয়েছে।



এদিকে মানবিক সহায়তা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন উপকার ভোগীরা।