প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৯, ১:২
নারীদের পিরিয়ড বা মাসিক অন্য সব শারীরবৃত্তীয় কাজের মতোই সাধারণ একটি বিষয়। পিরিয়ড চলাকালীন সাধারণভাবে চলাচলের ক্ষেত্রে স্যানিটারি প্যাড নারীদের এক অতিপ্রয়োজনীয় অনুষঙ্গ। তবে স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাডের ব্যবহার শুধু আর্থিকভাবে স্বচ্ছল ও সচেতন মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ। প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের কাছে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার এখনও রীতিমতো বিলাসিতার পর্যায়ে পড়ে।
তাই স্যানিটারি প্যাডের পরিবর্তক হিসেবে অনেকেই ব্যবহার করেন পুরনো কাপড় বা অস্বাস্থ্যকর তুলা। যা নারীদের স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বাড়ায়। প্রান্তিক জনগোষ্ঠীর এই নারীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবার তাদের জন্য মাত্র পাঁচ টাকায় স্যানিটারি প্যাডের ব্যবস্থা করতে যাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। একইসঙ্গে পিরিয়ডকালীন সময় সম্পর্কেও নারীদের সচেতন করা হবে বলে জানিয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঢাকা শাখার প্রধান সালমান আহমেদ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব