কুড়িগ্রামে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র যৌথ উদ্যোগে স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বরে দুই দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার প্রতিপাদ্য “তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো”। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “সরকারি প্রতিষ্ঠানগুলো স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশ করলে দুর্নীতি কমবে এবং নাগরিকরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে।”
জেলা প্রশাসক ৩১টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে তথ্য প্রকাশ ও প্রচারে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। মেলায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো: মঞ্জুর-এ মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন ও শিক্ষা অফিসার আহসান হাবীব।
বক্তাগণ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। তারা বলেন, “তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে জনগণের সেবা প্রাপ্তি সহজ করা সরকারের অন্যতম লক্ষ্য। তথ্য অধিকার আইন এর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
তথ্যমেলায় পাসপোর্ট, বিআরটিএ, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল, ভূমি অফিস এবং প্রাথমিক শিক্ষা দপ্তরসহ ৫টি সেবাদানকারী প্রতিষ্ঠান উপস্থিত জনগণের প্রশ্নের তাৎক্ষণিক সমাধান দেন। সরকারি ও বেসরকারি ৩১টি প্রতিষ্ঠান মেলায় বিনামূল্যে তথ্য ও পরামর্শ প্রদান করে।
সনাক ও ইয়েস গ্রুপের স্টলে উপস্থিতদের হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ শেখানো হয়। মেলা প্রাঙ্গণে তথ্য অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।