কলাপাড়ায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৮ জন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ১:৫৫

শেয়ার করুনঃ
কলাপাড়ায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ,  হাসপাতালে ভর্তি ৮ জন

পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত দুই দিনে এখানে ডেঙ্গু আক্রান্ত আট জন রোগী কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এরা হচ্ছেন, নাচনা পাড়া গ্রামের আনোয়ারা (৬৫), শান্তিপুর গ্রামের লামিয়া (১৮), মম্বিপাড়ার আরিফ (১৯), মহিপুরের পলাশ (১৫), ধানখালীর মেহেদী (২৪), চিঙ্গরিয়ার আলাউদ্দিন (৪৩), উজিরপুরের হানিফ (৪২) ও শফিকুল ইসলাম (২৯)। এর মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বরিশাল প্রেরণের সুপারিশ করেছেন। 

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জেএইচ খান লেলিন জানান, সিত্রাংএর প্রভাবে অতি বৃষ্টির কারণে মশার উপদ্রব বেড়েছে। তাই ডেঙ্গুর সংক্রমন শুরু হয়েছে। তিনি জানান, প্রতিদিন কলাপাড়া হাসপাতালে জ্বর নিয়ে অন্তত অর্ধশতাধিক মানুষ বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। গ্রামের মানুষ ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়ছে। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে মশার উপদ্রব থেকে সতর্ক থাকার পরামর্শ দিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার। রাতের বেলা মশারি টানিয়ে ঘুমাতে পরামর্শ দিয়েছেন। জ্বর অনুভব হলেই হাসপাতালে পরীক্ষার জন্য বলেছেন।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, নিয়ন্ত্রণে ব্যর্থ সমন্বয়

দেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, নিয়ন্ত্রণে ব্যর্থ সমন্বয়

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু জ্বর ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতি বছর মৌসুমি রোগ হিসেবে দেখা দিলেও সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গু সারা বছর ব্যাপী ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসন, সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের ঘাটতি রয়েছে। ফলে পরিস্থিতি ধীরে ধীরে মহামারির দিকে যাচ্ছে। সাধারণত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যেতো। কিন্তু গত কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমেও রোগীর

একদিনে ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯ জন

একদিনে ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯ জন

দেশজুড়ে ডেঙ্গুর প্রভাব এখনও কমার নাম নেই। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বুধবার বিকেলে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে

আন্তর্জাতিক অটিস্টিক স্পিকিং ডে: নতুন দিগন্তে বাংলাদেশের স্পিচ-ল্যাঙ্গুয়েজ থেরাপি

আন্তর্জাতিক অটিস্টিক স্পিকিং ডে: নতুন দিগন্তে বাংলাদেশের স্পিচ-ল্যাঙ্গুয়েজ থেরাপি

আজ ১ নভেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক অটিস্টিক স্পিকিং ডে, এমন একটি দিন যা বিশ্বজুড়ে অটিজমে থাকা ব্যক্তিদের কণ্ঠ ও সক্ষমতাকে তুলে ধরার উদ্দেশ্যে উদযাপিত হয়। সমাজে তাদের অংশগ্রহণ ও প্রকাশের সুযোগ বাড়ানোর এই উদ্যোগ প্রতিবারের মতো এবারও নতুন অনুপ্রেরণা নিয়ে এসেছে। বাংলাদেশেও এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ, দেশের দুইজন স্পিচ-ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট—ফাতেমা আক্তার বনি ও এইচ. এম. আবু বকর সিদ্দিক—সম্প্রতি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, ৯২৮ ভর্তি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, ৯২৮ ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ৯২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ৩৪৫ জন এবং বাকি ঢাকার বাইরে থেকে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৯,৩৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮৩

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮৩

দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহতা কোনোভাবেই কমছে না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। একই সময়ে নতুন করে ৯৮৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৪ জন, আর ঢাকা দক্ষিণ সিটি