দেবীদ্বারে করোনাযোদ্ধাদের পিপিই উপহার

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: শুক্রবার ১৩ই আগস্ট ২০২১ ০৬:৩১ অপরাহ্ন
দেবীদ্বারে করোনাযোদ্ধাদের পিপিই উপহার

বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে মাঠ পর্যায়ে কর্মরত সেচ্ছাসেবী করোনা যোদ্ধাদের স্বাস্থ্য সুরক্ষায় পিপিই উপহার দিলেন ঢাকা ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল’র পরিচালক নাহিদ আক্তার। শুক্রবার সকাল ১০টায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় পরিচালিত ‘এবিএম গোলাম মোস্তফা ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ সেন্টারের করোনা যোদ্ধাদের স্বাস্থ্য সুরক্ষায় ওই পিপিই’ তুলে দেন ফেয়ার কটন লিমিটেড’র পরিচালক মোঃ মবিন আলম ভূঁইয়া। পিপিই সামগ্রী গ্রহনকালে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বিশিষ্ট সমাজ সেবক ও ঠিকাদার ব্যবসায়ি লুৎফর রহমান বাবুল ভূঁইয়া, ‘এবিএম গোলাম মোস্তফা ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ সেন্টারের সমন্বয়ক সাংবাদিক মোঃ সাহিদুল ইসলাম প্রমূখ।  



সম্প্রতি করোনা মহামারী ভয়াবহ আকার ধারন করলে তা প্রতিরোধে বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের সহযোগীতার পাশাপাশি দেবীদ্বারবাসীর জন্য ‘এবিএম গোলাম মোস্তফা ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ চালু করা হয়। ওই ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ সেন্টারে ইতিমধ্যে আর্ত মানবতার সেবায় বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, পিপিই, হ্যান্ড সেনিটাইজার, মাক্সসহ নানা সামগ্রী দিয়ে সহায়তা করে আসছেন। তারই অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল’র পরিচালক নাহিদ আক্তার’র পক্ষ থেকে ওই পিপিই সামগ্রী উপহার দেয়া হয়।