বাংলাদেশকে ৬০ লাখ ডোজ টিকা দিতে চায় সিনোফার্ম

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: শনিবার ১৭ই এপ্রিল ২০২১ ০১:৪৩ অপরাহ্ন
বাংলাদেশকে ৬০ লাখ ডোজ টিকা দিতে চায় সিনোফার্ম

করোনা সংক্রমণরোধে চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্ম বাংলাদেশকে ৬০ লাখ ডোজ টিকা দিতে আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাবও তারা সরকারকে দিয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম শনিবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে বলেন, চীনের সিনোফার্ম ৬০ লাখ ডোজ টিকা আমাদের ডোনেট করবে বলেছে। আমরা কাগজপত্র প্রস্তুত করছি। পাশাপাশি আমাদের দেশে অবস্থানরত তাদের লোকদের তারা টিকা দিতে চায়, আমরা সে বিষয়টিও অনুমোদন দিয়েছি।


তিনি আরও বলেন, আমরা আমাদের এক্সটেনশন অব ইন্টারেস্ট তাদের জানিয়েছি। কখন টিকা দেবে, কীভাবে দেবে বাকি সব বিষয় তারা আমাদের জানাবে। আমরা আমাদের দিক থেকে যা যা প্রয়োজন তাদেরকে জানিয়েছি। চীনের টিকা ছাড়াও রাশিয়ার টিকা আনার বিষয়ে চেষ্টা করা হচ্ছে। আগামীকাল রোববার (১৮ এপ্রিল) তাদের সঙ্গে আমাদের একটি মিটিং আছে। সেখানে বিস্তারিত কথা হবে।

উল্লেখ্য, ভারতের সেরাম ইন্সটিটিউট তাদের প্রতিশ্রুতি অনুযায়ী টিকা দিতে না পারায় সরকারের টিকাদান কার্যক্রম চলমান রাখতে বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে সরকার।

#ইনিউজ৭১/এনএইচএস/২০২১