টিকা নিলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - স্বাস্থ্য বিভাগ
প্রকাশিত: সোমবার ১৫ই ফেব্রুয়ারি ২০২১ ০৭:৫৭ পূর্বাহ্ন
টিকা নিলেন আইজিপি

করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। মহামারি মুক্তির প্রত্যাশা নিয়ে সারা দেশে শুরু হওয়া টিকাদান কার্যক্রমের অষ্টম দিন সোমবার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে টিকা নেন তিনি।


পুলিশ প্রধান ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দীনও পুলিশ হাসপাতালে করোনার টিকা নেন।ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে বাংলাদেশে। সবাইকে এই টিকার দুটি ডোজ নিতে হবে।


গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে করোনার টিকা দেওয়া হয়। এর পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে টিকা দেওয়া হয়।


মহামারি মুক্তির প্রত্যাশা নিয়ে গত ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত দেশজুড়ে ৭ দিনে নয় লাখেরও বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে ৫১ হাজার ২৩১ জন পুলিশ সদস্য, ২৩৮ জন র‌্যাব সদস্য, ৪৯৭ জন সিভিল সদস্য এবং ১৪৯ জন পরিবারের সদস্যরা টিকা নিয়েছেন।


টিকাদান কর্মসূচির অষ্টম দিনে করোনার টিকা নেন পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদ।এ সময় পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মঈনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।