শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসা গত ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করেছে। এদিনের ক্রীড়া প্রতিযোগিতা শহরের কালিঘাট রোডে চলন্তিকা ক্রীড়া চক্র মাঠে অনুষ্ঠিত হয়।
এতদিনের ঐতিহ্য বজায় রেখে অনুষ্ঠানটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মো. এহসানুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক সাদিকুর রহমান, আলী আহমদ এবং হাবিবুর রহমান।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে শিক্ষার্থীদের জন্য ছিল দৌড় প্রতিযোগিতা, ঝুড়িতে বল নিক্ষেপ, হাড়ি ভাঙা এবং অভিভাবকদের জন্য ছিল ঝুড়িতে বল নিক্ষেপের প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত উচ্ছ্বাস নিয়ে অংশগ্রহণ করেন। সকলেই প্রতিযোগিতার আনন্দ উপভোগ করেন এবং একে অপরকে উৎসাহিত করেন।
এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্পর্ক মজবুত করতে সহায়ক হয়। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা তাদের অংশগ্রহণের মাধ্যমে একে অপরের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলেন।
এ বছরও ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে শেষ হওয়ায় উপস্থিত সকলেই আনন্দিত এবং এই ধরনের ইভেন্টের গুরুত্ব তুলে ধরেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।