উত্তরার মাসকট প্লাজায় শেফ এভেনিউতে ‘বার্গার ব্যাশ’ এর জমকালো উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ৯ই ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৬ অপরাহ্ন
উত্তরার মাসকট প্লাজায় শেফ এভেনিউতে ‘বার্গার ব্যাশ’ এর জমকালো উদ্বোধন

ঢাকার প্রাণকেন্দ্র উত্তরার মাসকট প্লাজায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নতুন ফাস্টফুড রেস্টুরেন্ট ‘বার্গার ব্যাশ’। মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মোরশেদ আলমের মালিকানায় পরিচালিত এই রেস্টুরেন্টটি ভোজনপ্রেমীদের জন্য নতুন স্বাদের অভিজ্ঞতা এনে দেবে।


উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খাদ্যপ্রেমী অতিথি ও রেস্টুরেন্ট সংশ্লিষ্টরা। উদ্যোক্তারা জানান, ‘বার্গার ব্যাশ’ আন্তর্জাতিক মানের সুস্বাদু বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচসহ নানা ফাস্টফুড আইটেম পরিবেশন করবে। গুণগত মান ও সাশ্রয়ী মূল্যের সংমিশ্রণে এটি হবে খাদ্যপ্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য।


রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আশা করছে, ‘বার্গার ব্যাশ’ উত্তরার খাদ্যপ্রেমীদের মন জয় করে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে।