বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষার আহ্বান- মার্কিন যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
সামির আসাফ, প্রতিনিধি ( ঢাকা )
প্রকাশিত: বুধবার ১৩ই নভেম্বর ২০২৪ ০৬:০৫ অপরাহ্ন
বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষার আহ্বান- মার্কিন যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ভিন্নমতাবলম্বী ও বিরোধী দলসহ সকল নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১২ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই বক্তব্য দেন দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল।


ওয়াশিংটনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, "গত ১০ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে বাধা দেয়ার ঘটনাকে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে? এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের বার্তা কী?" এ সম্পর্কে বেদান্ত প্যাটেল বলেন, “আমরা মনে করি, সকল নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার গণতন্ত্রের অপরিহার্য অংশ। বাংলাদেশসহ আমাদের সব অংশীদারদের আমরা এসব স্বাধীনতা রক্ষা করতে উৎসাহিত করি।”


তিনি আরও বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা নিয়মিতভাবে এ ধরনের সমর্থন জানাই।”


এছাড়া, সম্প্রতি বাংলাদেশে ১৮৪ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, “এটি দুর্ভাগ্যজনক যদি সত্য হয়। মুক্ত গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাংবাদিকদের অধিকার রক্ষা করা উচিত।” তিনি আরও বলেন, "আমরা নিশ্চিত করতে চাই যে, সাংবাদিকদের স্বাধীনতা এবং তাদের নিরাপত্তা সুরক্ষিত থাকবে।"


মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বার্তা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের প্রতি গভীর উদ্বেগের ইঙ্গিত দেয়।