মুজিববর্ষ ফুটবল সিরিজে নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় উপলক্ষে ফুটবলারদের ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।শুক্রবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ দল।দীর্ঘ বিরতির পর ফুটবলে ফেরাটা বেশ ভালোভাবেই রাঙিয়েছে লাল-সবুজের ছেলেরা। এই জয়ের ফলে বোনাস হিসেবে ফুটবলারদের ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেয় বাফুফে।ম্যাচ শেষে ফেডারেশনের পক্ষ থেকে এ ঘোষণা দিয়েছেন বাফুফের ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
এসময় আগামী ম্যাচেও বাংলাদেশ জয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে ফুটবল প্রেমী দর্শকদের মাঠে এসে ফুটবলারদের উৎসাহিত করার আহবান জানান।কাজী নাবিল বলেন, আমরা সবাই আজকে খুশি। প্রথম ম্যাচে আমরা নেপালের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছি। এজন্য খুশি হয়ে আমাদের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন ফেডারেশনের পক্ষ থেকে ফুটবলারদের উইনিং বোনাস হিসেবে ১০ লাখ টাকা দেওয়ায় ঘোষণা দিয়েছেন, যা খেলোয়াড়রা আগামী মাসের আগেই পেয়ে যাবেন।আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) মুজিববর্ষ ফুটবল সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ আবারও মুখোমুখি হবে নেপালের।